Home সংবাদসিটি টকস শীতের আমেজ বাড়বে বাংলায়, দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও নিম্নমুখী পারদ

শীতের আমেজ বাড়বে বাংলায়, দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও নিম্নমুখী পারদ

শীতের ইনিংস শুরু হতে পারে রাজ্যে। এবার নামবে পারদ। পাশাপাশি শীতের আমেজ বাড়বে বাংলায়। আলিপুর আবহাওয়া দফতরের  তরফ থেকে বলা হয়েছে উত্তরবঙ্গে নামতে পারে তাপমাত্রা। বলা হয়েছে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:  শীতের ইনিংস শুরু হতে পারে রাজ্যে। এবার নামবে পারদ। পাশাপাশি শীতের আমেজ বাড়বে বাংলায়। আলিপুর আবহাওয়া দফতরের  তরফ থেকে বলা হয়েছে উত্তরবঙ্গে নামতে পারে তাপমাত্রা। বলা হয়েছে, চার ডিগ্রি পর্যন্ত পারদ নামবে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে ৪৮ ঘন্টা পরেই ২ থেকে ৩ ডিগ্রী পর্যন্ত কমতে চলেছে রাজ্যের বিভিন্ন জেলার তাপমাত্রা।

আগামী পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনরকম বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্জার কিছুটা প্রভাব থাকবে, উত্তরবঙ্গের দার্জিলিং কালিংপং জেলা হালকা বৃষ্টি থাকবে আগামী দু’দিন। উত্তরবঙ্গের জেলাতে আগামী তিন দিন শুষ্ক ওয়েদার থাকবে। আগামী দু থেকে তিন দিনের মধ্যে রাতের টেম্পারেচার ২ থেকে ৩ ডিগ্রী  কমার সম্ভাবনা আছে। আর কলকাতার ক্ষেত্রে টেম্পারেচার আগামী ২৪ ঘণ্টা কুড়ি ডিগ্রি আশেপাশে থাকবে। মিনিমাম টেম্পারেচার আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি আশেপাশ।  নভেম্বর মাসে টেম্পারেচার কুড়ি ডিগ্রির আশে পাশে আছে জেলা টেম্পারেচার ১৮° কাছাকাছি আছে নভেম্বর মাসে সর্বনিম্ন টেম্পারেচার ১৭ থেকে ১৮ ডিগ্রি আশে পাশেই থাকবে। কলকাতার ক্ষেত্রে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে টেম্পারেচার সর্বনিম্ন ১৮ ডিগ্রির কাছাকাছি এসে দাঁড়াবে।  আপাতত তাপমাত্রা আছে কুড়ি ডিগ্রি। এই তাপমাত্রা সময়ের সাথে সাথে কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Related Articles

Leave a Comment