কলকাতা টুডে ব্যুরো: আসছে শীত। আগামী দু দিনে ২-৪ ডিগ্রি নামবে পারদ, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ আরও বাড়বে। শীত শীত ভাব থাকবে কলকাতাতেও। কলকাতাতে এক ডিগ্রি কমল তাপমাত্রা। আগামিকাল থেকে রাজ্যে জোরদার পারা-পতনের ইঙ্গিত আবহাওয়া দফতরের। রবিবার থেকে কলকাতাতেও শীতের আমেজ। হালকা শীতের ছোট্ট স্পেল পশ্চিমের জেলাগুলিতে। বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে দ্রুত নামবে পারদ। ২৪ ঘণ্টাতেই হালকা বৃষ্টি দার্জিলিং এবং কালিম্পং-এ। দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন পরিষ্কার ওয়েদার থাকবে। রাতের তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা রাতের তাপমাত্রা কমেগেছে ।আগামী দু দিনে আরও তিন ডিগ্রি কমে যাবে বলে মনেকরা হচ্ছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। শুধুমাত্র পাহাড়ী এলাকায় দু এক জায়গায় ১৩ থেকে ১৬ এই সময়টা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী দু দিনে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে আজ সকালে তাপমাত্রা ১৮ ডিগ্রীর কাছাকাছি ছিল।