কলকাতা টুডে ব্যুরো: উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গেও পারদ পতনের কারণে শীত অনুভূত হচ্ছে একাধিক জায়গায়। আগামী দিনে শীতের স্পেল দীর্ঘায়িত হবে বলেই পূর্বাভাস আবহাওয়া অফিসের। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে কোন বৃষ্টি হবে না। আবহাওয়া শুষ্ক থাকবে। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং খুব হালকা বৃষ্টি হবে। আগামী দুই থেকে তিন দিন উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই নেমেছে আগামী পাঁচ দিন এরকমই থাকবে। দক্ষিণবঙ্গ যে তাপমাত্রা কমেছে আগামী পাঁচ দিন এরকমই থাকবে।
আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল, নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে শীত খানিকটা অংশে বৃদ্ধি পাবে বঙ্গে। সেই মতো বর্তমানে পারদের পতন ঘটেছে বাংলার একাধিক জেলায়। ভোর এবং রাতের দিকে তাপমাত্রা হ্রাস পাওয়ার শীত অনুভূত হয়ে চলেছে। গতকাল রাতে তাপমাত্রা একধাক্কায় ২ ডিগ্রি নেমে গিয়েছে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮° সেলসিয়াস। আগামী সপ্তাহে বাংলা আরো বেশ খানিকটা শীতের ছোঁয়া পেতে চলেছে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। এক্ষেত্রে শহর কলকাতার পাশাপাশি বাংলার একাধিক জেলায় শীতল আবহাওয়া বজায় থাকবে। অপরদিকে, পশ্চিমের জেলা গুলি তথা বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের মত জেলাগুলিতে তাপমাত্রা কমতে শুরু করবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৮%।