Home সংবাদসিটি টকস শীতের আমেজ রাজ্যে, মেঘলা আকাশ সহজ জুড়ে

শীতের আমেজ রাজ্যে, মেঘলা আকাশ সহজ জুড়ে

শীতের আমেজ রাজ্যে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক ও পরিষ্কার ওয়েদার থাকবে। ১৮ থেকে ২০ তারিখ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বলে খবর আবহাওয়া দপ্তর সূত্রে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: শীতের আমেজ রাজ্যে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক ও পরিষ্কার ওয়েদার থাকবে। ১৮ থেকে ২০ তারিখ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বলে খবর আবহাওয়া দপ্তর সূত্রে। তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা এই মুহূর্তে স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম চলছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। অন্যান্য বছরে তুলনায় এই বছর তাপমাত্রা স্বাভাবিকের থেকে  ৪° কম চলছে। এই মুহূর্তে কলকাতা বা তা পার্শ্ববর্তী এলাকাতে আগামী ৪-৫ দিন সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছাকাছি ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী চার-পাঁচ দিন প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। তবে পাহাড়ি এলাকায় দার্জিলিং কালিম্পং বিশেষ করে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ও তাপমাত্রা প্রধানত স্বাভাবিকই আছে। তাপমাত্রার এই ট্রেনটি আগামী চার-পাঁচ দিনই থাকবে।

Related Articles

Leave a Comment