কলকাতা টুডে ব্যুরো: সপ্তাহের শুরুতেই শীতলতম নভেম্বর দেখল বঙ্গবাসী। পারদের ওঠা নামায় শীত শীত আমেজ। আর তাতেই জবুথুবু বাংলা। আর কিছুদিনের মধ্যেই রাজ্যে শীতের প্রবেশ বলে সংকেত দিচ্ছে উত্তুরে হাওয়া। নেই কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের সম্ভাবনাও। ফলে শীতের পথে বাধা হয়ে দাঁড়ানোর মতো কোনও সম্ভাবনাও নেই আপাতত। তবে কবে থেকে কনকনে শীত বঙ্গে তা এখনি স্পষ্ট করে জানায়নি আলিপুর আবহাওয়া দফতর।
শুক্রবারের পর শনিবার তাপমাত্রা কমলেও রবিবার আবারও ১ ডিগ্রি বাড়ে তাপমাত্রা। শনিবার পারদ ১৬-এর ঘরে ঘোরাফেরা করলেও সোমবার এদিন তাপমাত্রা এক ডিগ্রি বেড়ে দাঁড়িয়ে ১৭। আজ সোমবার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি। গত বৃহস্পতিবার রাজ্যে তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি। শুক্রবার তা বেড়ে দাঁড়ায় ১৭.৬ ডিগ্রিতে। শনিবার তাপমাত্রা প্রায় এক ডিগ্রি কমে দাঁড়ায় ১৬.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস জানাচ্ছে, রাজ্যে বাধাহীনভাবে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। আর সেই নিম্নমুখী পারদ। যদিও পারদ পতন এখনও নিরবিচ্ছিন্ন নয়। সেজন্য ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে থিতু হতে চলেছে ঠান্ডা।