Home সংবাদসিটি টকস লক্ষী পূজায় রেহাই দক্ষিনবঙ্গের, ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

লক্ষী পূজায় রেহাই দক্ষিনবঙ্গের, ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

রবিবার কোজাগরী পূর্ণিমায় ঘরে ঘরে ধনদেবীর আরাধনা প্রস্তুতি চলছে। দুর্গাপুজোয় প্রায় দিনই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: রবিবার কোজাগরী পূর্ণিমায় ঘরে ঘরে ধনদেবীর আরাধনা প্রস্তুতি চলছে। দুর্গাপুজোয় প্রায় দিনই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সেই জন্যই লক্ষ্মী পূজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। ১০ তারিখ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত  বৃষ্টি চলবে। আবার ১১ থেকে ১৩ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। দিনের তাপমাত্রা আগামী দুই দিন খুব একটা  পরিবর্তন নেই। পশ্চিমবঙ্গের জন্য বর্ষা, এখনই বিদায় নিচ্ছে না।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং তার প্রভাব পড়ছে সিকিম এবং উত্তরবঙ্গে। এর ফলে ৯ থেকে ১২ তারিখ উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরের বৃষ্টির পরিমাণ বাড়বে। সিকিমেও বৃষ্টিপাত বাড়বে বলে খবর। ৯ এবং ১০ তারিখ কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দার্জিলিং ও দিনাজপুরে শুধু ভারী বৃষ্টি হবে। এর প্রভাবে উত্তরবঙ্গের নদীগুলোতে আবারো জলস্তর বৃদ্ধি পাবে। দার্জিলিং কালিম্পং ও সিকিমে ভূমিধসের সম্ভাবনাও রয়েছে।

Related Articles

Leave a Comment