কলকাতা টুডে ব্যুরো: ২৬ অক্টোবর সকালে আলিপুর চিড়িয়াখানায় ধুমধাম করে পালন করা হল ‘বাবু’র ৩৪তম জন্মদিন। শিম্পাঞ্জি ‘বাবু’ আলিপুর চিড়িয়াখানার আজকের ‘শো-স্টপার’। যদিও ১৯৯৮ সাল থেকেই ‘বাবু’ সবাইকে মাতিয়ে রেখেছে নিজের তালে। আজ ২৪টা বছর পরেও ‘বাবু’কে দেখতে ভিড় জমল আলিপুরের সবচেয়ে জনপ্রিয় শিম্পাঞ্জির খাঁচার বাইরে।
আলিপুর চিড়িয়াখানার সবচেয়ে জনপ্রিয় শিম্পাঞ্জি ‘বাবু’ আজ পা রাখল ৩৪-এ। আজ সকাল থেকেই তার জন্মদিন পালনের জন্য ভিড় জমে আলিপুর চিড়িয়াখানায়। ‘বাবু’র জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বাবু’র দত্তক নেওয়া মা-বাবা নাট্যকর্মী তথা অভিনেতা জুটি সোহিনী সেনগুপ্ত এবং সপ্তর্ষি মৌলিক।
‘বাবু’ বরাবরই দর্শকদের আনন্দ দিতে ভালবাসে। নিজের কীর্তিকলাপ দেখিয়ে মানুষের মন জয় করে নেয়। জন্মদিনেও ব্যতিক্রম হল না কিছুই। জন্মদিন উপলক্ষে ‘বাবু’কে তার প্রিয় খাবার দেওয়া হয়েছিল। দর্শকদের উত্তেজনা দেখে তার উদ্দেশে ফল ছুড়ে দেয় ‘বাবু’। লাফিয়ে লাফিয়ে নিজের কাণ্ডকারখানা দেখায় সে।