কলকাতা টুডে ব্যুরো: ধীরে ধীরে শীতের আমেজ বাড়ছে শহরে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শুষ্ক ওয়েদার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী ৪ – ৫ দিন শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে। ৭ তারিখ নাগাদ উত্তরবঙ্গের পাহাড়ি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই । কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩১ ডিগ্রির কাছাকাছি থাকবে আর রাত্রে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রির কাছাকাছি। অন্যান্য জেলাগুলো কলকাতা থেকে একটু কম থাকবে তাপমাত্রা বিশেষ করে পশ্চিমের জেলা গুলো।