কলকাতা টুডে ব্যুরো: আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার ২৪ ঘণ্টায় পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পপূর্ণ যে হাওয়া প্রবেশ করছে তার শক্তি অনেকটা বাড়বে 2 থেকে 5 তারিখ। প্রভাব বেশি থাকবে উপকূল এর কাছের জেলা যেমন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া ও পশ্চিম মেদনীপুর এ ও বৃষ্টি ভারি হবে। বাদবাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে দুই থেকে পাঁচ তারিখ বিশেষ করে উপকূলে জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দুই থেকে পাঁচ বৃষ্টির পরিমান বাড়বে। মাঝারি ধরনের বৃষ্টি হবে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে উপকূলের জেলাগুলিতে । শনিবার রাতের পর থেকে দক্ষিণ বঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তর বঙ্গে ৩ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে। ৪ তারিখ থেকে উপরের ৫ জেলা তে বৃষ্টি বাড়বে উত্তর বঙ্গে।