Home সংবাদ নিম্নচাপের জেরে ৯ থেকে ১১ August দক্ষিণ বঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

নিম্নচাপের জেরে ৯ থেকে ১১ August দক্ষিণ বঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:এই মুহূর্তে নিম্নচাপটি অনেকটাই শক্তি বাড়িয়েছে। যার বর্তমান অবস্থান উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে। আগামী ২৪ ঘন্টায় এটি আরো শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এবং যার বর্তমান 36 গর।এই নিম্নচাপের ফলে ৯ থেকে ১১ দক্ষিণ বঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া কলকাতা হাওড়া এই জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে । ৯থেকে ১১ তারিখ যেহেতু নিম্নচাপ টি সমুদ্রের উপরে থাকছে তাই মৎস্যজীবীদের সমুদ্র যেতে মানা করা হয়েছে ৯ তারিখ থেকে ১১ তারিখ।

এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে মাঝেমধ্যেই 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম আশা করা যাচ্ছে উপকূলে জেলাতে এই নিম্নচাপের ফলে বৃষ্টি চাষবাসে অনেকটা সাহায্য করবে। এই বৃষ্টিতে কলকাতা এবং হাওড়াতে জল জমে যাওয়া সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি কমে গিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আগামী কয়েক দিন।

Topics

Alipore Weather Office  Rainfall Temperature Administration Kolkata

Related Articles

Leave a Comment