কলকাতা টুডে ব্যুরো:স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়িতে বলেন,উত্তরবঙ্গের বাসিন্দাদের কাছে পরিষ্কার করে দিতে চাই, তৃণমূল সিএএ-র বিরোধিতা করছে। সেই কারণে তারা এর সম্বন্ধে মিথ্যে তথ্য ছড়াচ্ছে। ওরা বলছে, সিএএ নাকি কোনওদিন বাস্তবের মাটিতে জারি হবে না। কিন্তু আমি আজ পরিষ্কার করে বলে দিতে চাই, করোনার দাপট কমলেই আমরা সিএএ জারি করব এবং আমাদের ভাইদের নাগরিকত্ব দেব। মমতা দিদি, আপনি তো এটাই চান, যে অনুপ্রবেশ জারি থাকুক, এবং বাংলাদেশ থেকে যে শরণার্থীরা এসেছেন, তাঁরা নাগরিকত্ব না পান। তৃণমূলের লোকেরা কান খুলে শুনে নিন, সিএএ বাস্তব ছিল, আছে এবং থাকবে। মমতা দিদি, আপনি কিছুই করতে পারবেন না। তবে মমতাকে সবচেয়ে কড়া জবাব দিয়েছেন শাহ বগটুই প্রসঙ্গ তুলে। বীরভূমের বগটুইতে মহিলা-শিশুদের জীবন্ত জ্বালিয়ে মারা হয়েছে। নদিয়ায় ধর্ষণ করা হয়েছে। তার পরেও তৃণমূলের কোনও প্রতিনিধি দল সেখানে যায়নি। এই নিয়ে শাহ বলেন, ‘‘দিদি, দেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিধি দল পাঠাচ্ছেন। ভাল কথা। বীরভূমের বগটুইতে পাঠিয়েছিলেন কি?’’
তার পাল্টা জবাবে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘নাগরিকদের অপমান কিছুতেই মেনে নেব না। নাগরিকদের অপমান করার অধিকার নেই। নাগরিকদের অপমান মানব না। দেশকে টুকরো করতে চায় বিজেপি। আমরা কোনও রকম এনপিএ, সিএএ চাই না’।
Topics
Amit Shah BJP TMC Administration Kolkata