কলকাতা টুডে ব্যুরো:শুক্রবার সন্ধেয় ভিক্টোরিয়ার অনুষ্ঠান শেষে বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যেতে পারেন অমিত শাহ। যদিও স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এখনও এই খবর নিশ্চিত করা হয়নি। তবে অসমর্থিত সূত্রের খবর, ইতিমধ্যে এনএসজির তরফে রাজ্যের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সারতে পারেন নৈশভোজও।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবারই সকালে রাজ্যে এসে পৌঁছে গিয়েছেন। সকালে তিনি দমদম বিমানবন্দরে এসে পৌঁছন। সেখান থেকে তিনি হিঙ্গলগঞ্জে যান। সেখানে বিএসএফের একটি অনুষ্ঠানে অংশ নেন অমিত শাহ। তার পর সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে একটি বৈঠকও করেন বলে খবর পাওয়া গিয়েছে। সেখানে বক্তব্য রাখার পর তাঁর দ্বিতীয় অর্ধের অনুষ্ঠানে উত্তরবঙ্গে পাড়ি দেন তিনি। সেখানে একটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে অমিত শাহের।
বিধানসভা নির্বাচনে ভরাডুবি হওয়ার পর থেকে রাজ্য বিজেপির অন্দরে ডামাডোল চলছে। মনে করা হচ্ছে, এই সফরে বিজেপি-র সাংগঠনিক বিষয় নিয়েও কথা বলতে পারেন অমিত শাহ। যদিও সৌরভের বাড়িতে যাওয়ার বিষয়টি ইঙ্গিত আগে থেকে ছিল না।
আরও পড়ুনঃ ’বাংলার মানে বাণিজ্য নয়, বাংলার মানে বগটুই’,’ কটাক্ষ সুকান্তর
বৃহস্পতিবার বেলার দিকেই খবর আসে, সৌরভের বাড়িতে যেতে পারেন তিনি। আগে অন্য একটি অনুষ্ঠানের কথা থাকলেও পরবর্তীতে সেই সূচি পরিবর্তন করা হয়েছে। সে খানেই সম্ভবত যুক্ত হয়েছে সৌরভের বাড়ি যাওয়ার বিষয়টি।