কলকাতা টুডে ব্যুরো:বিধানসভা নির্বাচনের এক বছরেরও বেশি পর বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ২ দিনের এই সফরে একাধিক কর্মূচি নিয়ে এসেছেন তিনি ।কিন্তু হঠাৎ-ই তিনি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি যাবেন বলে স্থির করেন। এমনকী রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় কিছু নেতা ছাড়া এই তথ্য ছিল না কারও কাছে।
বৃবস্পতিবার সৌরভের বাড়িতে অমিত শাহের নৈশভোজে যাওয়ার খবর আসতেই হৈ হৈ পড়ে যায় বাংলার রাজনীতিতে।
এই নৈশভোজে অমিত শাহের জন্য কী খবারের আয়োজন করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়া, সেই কথা নিজেই জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট।
সৌরভের মা নিরুপা গাঙ্গুলির তত্ত্বাবধানে বাঙালি পদের আয়োজন থাকছে। শাহের নিরামিষাশী হয়াওয়ার কথা মাথায় রেখেই তৈরি হয়েছে এই খাদ্য তালিকা
খাবারের মেনু
ভাত
রুটি
লুচি
বেগুন ভাজা
ডাল মাখানি
আলুর দম
ভেজিটেবল কাটলেট্
পনির
দই
রসগোল্লা
কাজু বরফি
তবে নিরাপত্তার জন্য সৌরভের পরিবারের সবাই শাহের সাথে দেখা করার অনুমতি পাচ্ছে না । সৌরভের পরিবারের মোট ৮ জনই দেখা করার অনুমতি পেয়েছেন। সৌরভ গাঙ্গুলি, ডোনা গাঙ্গুলি, মা নিরুপা গাঙ্গুলি, দাদা স্নেহাশিস গাঙ্গুলি, সৌরভের দুই আপ্ত সহায়ক এবং দুই পরিচারিকা।
উল্লেখ্য, ক্রিকেট বোর্ডে অমিত শাহর ছেলে জয় শাহও রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদে রয়েছেন তিনি। সেই ক্ষেত্রে সৌরভ ও জয় শাহকে ক্রিকেট বোর্ডের প্রশাসনিক কাজকর্ম সামলাতে কাঁধে কাঁধ মিলিয়ে এগোতে হয়।
আরও পড়ুন: অর্জুন চৌরাসিয়ার রহস্যমৃত্যুর ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব শাহের
উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটের আগেও সৌরভ কোনও রাজনৈতিক দলে যোগ দিতে পারেন কি না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। তবে শেষ পর্যন্ত প্রত্যক্ষ রাজনীতির ময়দান থেকে নিজেকে দূরেই রেখেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।