Home রাজনৈতিক একাধিক কর্মসূচি নিয়ে বাংলায় এলেন বিজেপির ‘নাম্বার টু ‘অমিত শাহ

একাধিক কর্মসূচি নিয়ে বাংলায় এলেন বিজেপির ‘নাম্বার টু ‘অমিত শাহ

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:বৃহস্পতিবার বিশেষ বিমানে রাজ্য পৌঁছে সোজা উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জ চলে যান অমিত শাহ। এদিন তিনি হিঙ্গলগঞ্জে বিএসএফ-র ৬ টি অত্যাধুনিক ভাসমান আউটপোস্ট উদ্বোধন করেন এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন শাহের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির বিধায়ক এবং সাংসদরা। দুপুরে বনগাঁর হরিদাশপুরে ভোজন সারবেন তিনি।

 

 

এদিন সকালে বিশেষ বিমানে দমদম বিমানবন্দরে পৌঁছন শাহ। সেখান থেকে হেলিকপ্টারে পৌঁছন হিঙ্গলগঞ্জে। জলপথে চোরাচালান বন্ধ করতে হিঙ্গলগঞ্জে ইছামতী নদীর ওপর ৬টি ভাসমান সীমান্ত চৌকি বানিয়েছে বিএসএফ। সেগুলির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর পর একটি নৌকা অ্যাম্বুল্যান্সের উদ্বোধন করেন তিনি।

 

 

হিঙ্গলগঞ্জে শাহের সঙ্গে ছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 

০৫.০৫.২০২২

*বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নামেন অমিত শাহ।

*সেখান থেকে বিএসএফের হেলিকপ্টারে যান উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে। সীমান্তরক্ষী বাহিনীর অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

*এরপর দুপুরে নদিয়ার কল্যাণীতে বিএসএফের আরেকটি কর্মসূচিতে যোগ দেন তিনি।

*কল্যাণী থেকে কলকাতায় ফিরে পরের গন্তব্য শিলিগুড়ি।

* বিকেলে ফের জনসভা করতে উত্তরবঙ্গের শিলিগুড়ি যাবেন অমিত শাহ।

*শিলিগুড়ির রেল ময়দানে জনসভা।

*শিলিগুড়িতে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জনজাতি গোষ্ঠীর সঙ্গে বৈঠক।

 

আরও পড়ুনঃ ’বাংলার মানে বাণিজ্য নয়, বাংলার মানে বগটুই’,’ কটাক্ষ সুকান্তর

 

০৬.০৫.২০২২

*শুক্রবার শাহের গন্তব্য কোচবিহার।

*তিনবিঘা করিডরে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী

*অনুষ্ঠান সেরে দুপুরেই ফিরবেন কলকাতায়।

*কলকাতায় দলের রাজ্য নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বিজেপির চাণক্য ‘শাহ’।

*এরপর ভিক্টোরিয়া মেমোরিয়ালে সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠান যোগ দেবেন তিনি

*শুক্রবার রাতেই দিল্লির উদ্দেশে রওনা হবেন অমিত শাহ

Related Articles