Home সংবাদসিটি টকস ‘উনি আসবেন, নৈশভোজের আমন্ত্রণ গ্রহণ করেছেন’, অমিত সাহার আমন্ত্রণ প্রসঙ্গে বললেন সৌরভ

‘উনি আসবেন, নৈশভোজের আমন্ত্রণ গ্রহণ করেছেন’, অমিত সাহার আমন্ত্রণ প্রসঙ্গে বললেন সৌরভ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:”উনি আসবেন। নৈশভোজের আমন্ত্রণ গ্রহণ করেছেন। সন্ধ্যেবেলা আসবেন। “এবার অমিত সাহার আমন্ত্রণ গ্রহণের কথা জানালেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়।

কী কারণে আসবেন,অমিত শাহ সে প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমকে সৌরভ জানান,”বহু কথা রটে। আমার সঙ্গে বহুদিনের আলাপ। ২০০৮ সাল থেকে। খেলার সময়েও দেখা হত। কিন্তু সেইসময় ওতো দেখা হত না। কারণ আমি বাইরে বাইরে থাকতাম। এর বেশি কিছু নয়।”

মুখ্যমন্ত্রী বলেছেন দই, রসগোল্লা খাওয়াতে এই বিষয়ে সৌরভ কি প্রশ্ন করা হলে তিনি বললেন,”দিদি বাঙালি তাই। বাঙালি যেভাবে মানুষকে আপ্পায়ন করে, উনি সেইভাবেই বলেছেন।
আমি বাড়ি গিয়ে দেখবো। উনি নিরামিষশাসি। অমিত সাহার মেনু প্রসঙ্গেও বললেন সৌরভ।
সৌরভ আরও বলেন,” আমি ওনার ছেলের সঙ্গে কাজ করি। অনেকদিনের আলাপ।”

Topics

Amit Shah Sourav Ganguly BJP TMC Administration Kolkata

Related Articles