কলকাতা টুডে ব্যুরো:কালী বিতর্কে এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের ভোপালে এফআইআর দায়ের। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ ধারায় ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মহুয়ার মন্তব্যের প্রেক্ষিতে রীতিমতো তোলপাড় চলছে। তাঁকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে, তৃণমূলের তরফে একটি টুইট করে স্পষ্ট করে দেওয়া হয়েছে, মহুয়া মৈত্রের মন্তব্য একান্তই তাঁর ব্যক্তিগত। এই বক্তব্যকে দল সমর্থন করে না।
আরও পড়ুনঃ ’আমি মা কালীর ভক্ত আমি কোনও কিছুকেই ভয় পাই না,’টুইট মহুয়ার
একটি তথ্যচিত্রে এক তরুণী যিনি কালীর সাজে ছিলেন তাঁকে ধূমপায়ী হিসেবে দেখানো হয়। আর পোস্টারকে কেন্দ্র করেই পড়ে আলোড়ন। সম্প্রতি এই পোস্টারটি নিয়ে প্রশ্ন করা হলে মহুয়া মৈত্র বলেন, “আমার কাছে কালী মানে যিনি মাংস ভক্ষণ এবং সুরা গ্রহণ করেন। নিজের ভগবানকে তুমি কীভাবে দেখতে চাও তা কল্পনা করার অধিকার রয়েছে। কিছু জায়গা রয়েছে যেখানে ভগবানকে হুইস্কি দেওয়া হয়, আবার কিছু কিছু জায়গায় তা ভগবানের অপমানের সমান।