Home রাজনৈতিক Anubrata Mondal:অবশেষে মুখোমুখি অনুব্রত- সিবিআই

Anubrata Mondal:অবশেষে মুখোমুখি অনুব্রত- সিবিআই

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:বৃহস্পতিবার নিজেই সিবিআই ডেরায় আসার ইচ্ছাপ্রকাশ করেছিলেন বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গত ২৫ এপ্রিল অনুব্রত মণ্ডল সিবিআইকে চিঠি দিয়ে জানিয়ে ছিলেন যে, সিবিআই যদি তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করে তা হলে তিনি ২১ মে’‌র পর সিবিআইয়ের কলকাতা অফিসে গিয়ে জেরার মুখোমুখি হতে প্রস্তত। এবার তিনি নিজাম প্যালেসে ঢুকে পড়লেন।২০ মিনিট রেস্ট রুমে বসিয়ে রাখা হয় অনুব্রতকে। ৭ পাতার প্রশ্নের তালিকা তৈরি সিবিআই-এর, খবর সূত্রের। এই মুহূর্তে তদন্তকারী অফিসারের ঘরে অনুব্রতকে জিজ্ঞাসাবাদের কাজ চলছে।

 

 

গরু পাচার মামলায় তিনি সিবিআই দফতরে হাজিরা দিতে চান। জিজ্ঞাসাবাদের টেবিলে বসে তদন্তকারীদের সহযোগিতা করতে চান। এহেন ইচ্ছাপ্রকাশ করেই বুধবার সিবিআই দফতরে চিঠি পাঠিয়েছিলেন অনুব্রত মণ্ডল, খবর এমনই।

 

আরও পড়ুনঃ SSC:’অনেক রাঘব–বোয়াল ধরা পড়বে,’ তৃণমূলকে আক্রমণ দিলীপের

 

বৃহস্পতিবার তিনি সিবিআই দফতরে আসার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। যদিও চিঠি দিলেও বুধবার মধ্যরাত পর্যন্ত সিবিআইয়ের তরফে কোনও রকম সংকেত দেওয়া হচ্ছিল না। তবে অনুমতি মিললে বৃহস্পতি সকাল সাড়ে ১০টা বা তার কিছু পরে নিজাম প্যালেসে আসতে পারেন অনুব্রত মণ্ডল। এমন সম্ভাবনা ছিলই। সেই মতোই সকাল ৯.৫০ মিনিট নাগাদ নিজাম প্যালেসে ঢোকেন অনুব্রত মণ্ডল।

Related Articles

Leave a Comment