Home রাজনৈতিক CBI দপ্তর থেকে অনুব্রত মণ্ডলের গন্তব্য সেই SSKM হাসপাতাল

CBI দপ্তর থেকে অনুব্রত মণ্ডলের গন্তব্য সেই SSKM হাসপাতাল

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেসের সিবিআই দফতর থেকে বেরোলেন অনুব্রত মন্ডল। সেখান থেকে গাড়িতে সোজা পৌঁছলেন এসএসকেএম হাসপাতালে। সেখানে তাঁকে জরুরি বিভাগে পরীক্ষা করা হয়। এসএসকেএম-এ রুটিন চেকআপ করা হয় অনুব্রত মন্ডলকে । খবর সূত্রের।  তারপর তাঁকে উডবার্ণ ব্লকে নিয়ে যাওয়া হয়েছে।

 

আরও পড়ুনঃ Anubrata Mondal:অবশেষে মুখোমুখি অনুব্রত- সিবিআই

ছ’বারের হাজিরা এড়িয়ে অবশেষে বুকে হাত রেখে, কাঁধে কাঁধে ভর দিয়ে নিজাম প্যালেসে ঢুকেছেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার সিবিআই-এর মুখোমুখি হন তৃণমূল নেতা। সকাল ৯টা ৫৪ মিনিট নাগাদ সিবিআই দফতরে পৌঁছে যান তিনি। সাড়ে দশটায় আসার কথা ছিল তাঁর। কিন্তু সময়ের কিছুটা আগেই সহায়কদের হাত ধরে নিজাম প্যালেসের সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখা যায় তাঁকে। প্রায় ৪ ঘণ্টার বেশি জেরার পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে যান কেষ্ট। এরপর সোজা রওনা দেন এসএসকেএম-হাসপাতালের পথে।

 

এর আগে একাধিকবার অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। গত ৬ এপ্রিলও তলব করা হয় তাঁকে। আগের দিন বীরভূম থেকে কলকাতায় পৌঁছলেও পরের দিন নিজাম প্যালেসে যেতে পারেননি তিনি। অসুস্থ বোধ করায় অনুব্রত ভর্তি হন এসএসকেএম হাসপাতালে। তখনই তৃণমূল নেতা সিবিআইকে চিঠি দিয়ে জানিয়ে দেন, ২১ মে-র পরে তিনি জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত।

Related Articles

Leave a Comment