Home সংবাদসিটি টকস ফের গরু পাচার কাণ্ডে Anubrata Mondal-কে তলব CBI-এর

ফের গরু পাচার কাণ্ডে Anubrata Mondal-কে তলব CBI-এর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:ফের গরু পাচার কাণ্ডে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল কে তলব সিবিআই-এর। সোমবার সকাল ১১ টায় নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডল কে তলব করেছে সিবিআই। অনুব্রত ঘনিষ্ঠদের বাড়ি থেকে পাওয়া তথ্য পেয়ে সিবিআই তাকে ফের জিজ্ঞাসাবাদ করতে চাইছে বলে জানা যাচ্ছে।

গরু পাচার কান্ডের তদন্তে নেমে এর আগেও অনুব্রত মণ্ডল কে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই জানানো যাচ্ছে এই তদন্তে নেমে সিবিআই-এর হাতে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ।অনুব্রত ঘনিষ্ঠদের বাড়িতে বুধবার তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই আধিকারিকরা।

গরু পাচার মামলায় ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে সিবিআই ৷ তাকে জেরা করেই উঠে এসেছে কেরিম খানের নাম ৷ তারপরেই বুধবার সকালে তাঁর নানুরের বাসাপাড়ার বাড়িতে হানা দেয় সিবিআই । প্রায় ৫ ঘন্টা তল্লাশি চালিয়ে মেলে একাধিক নথি, দলিল ও সম্পত্তির হদিশ ৷

Topics

Anubrata Mondal BJP  TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment