Home সংবাদসিটি টকস আচমকা বুকে ব্যথা,ফের হাসপাতালে ভর্তি Anubrata Mandal

আচমকা বুকে ব্যথা,ফের হাসপাতালে ভর্তি Anubrata Mandal

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:আবার হাসপাতালে ভর্তি হলেন অনুব্রত মণ্ডল। সিবিআইয়ের ডাকে আগে বেশ কিছুদিন তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন। তারপর সেখান থেকে নিউটাউনের ফ্ল্যাটে এসে ওঠেন তিনি। কিন্তু সেখানে বিশ্রামে থাকাকালীন বুকে ব্যথা অনুভব করেন বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি।

 

 

জানা গিয়েছে,  বুধবার গভীর রাত থেকে বুকে ব্যাথা অনুভব করেন বীরভূমের জেলা  তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এরপর চিকিৎসকের পরামর্শ নিয়ে বৃহস্পতিবার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অনুব্রত মণ্ডল। তাই তার হার্টে ব্লকেজ তৈরি হয়েছে কিনা, তা নিয়ে চিন্তায় চিকিৎসকেরা। এছাড়াও তার সুগার এবং উচ্চ রক্তচাপের সমস্যা নিয়েও উদ্বিগ্ন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই কেষ্টর একাধিক শারীরিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। তার রিপোর্টের অপেক্ষায় রয়েছেন চিকিৎসকেরা।

 

আরও পড়ুনঃ বউবাজার এলাকায় ভয়াবহ পরিস্থিতি, একাধিক বাড়িতে ফাটল

 

প্রসঙ্গত, সম্প্রতি সিবিআই তাঁকে বারবার সমন করলেও কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কিন্তু তাঁকে রক্ষাকবচ দেয়নি আদালত। এরপর সিবিআই-এর ডাক অনুসারে নিজাম প্যালেসে যাওয়ার দিন সকালেই ফের এসএসকেএম ভর্তি হন অনুব্রত।

Related Articles