কলকাতা টুডে ব্যুরো:‘শুধু একা কেন ডুবলেন, পিসি-ভাইপোকে নিয়ে ডুবুন। পার্থ চট্টোপাধ্যায় আপনার খেলা মোটামুটি শেষ। দিদিমণি আপনাকে ঝেড়ে ফেলে দিয়েছেন’, ট্যুইটে কটাক্ষ অনুপম হাজরার।
৩টি দফতরের পরে দলের ৫টি পদ থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়। কেড়ে নেওয়া হল তৃণমূলের মহাসচিব, দলীয় মুখপত্রের সম্পাদক-সহ ৫টি পদ। নিজেকে নির্দোষ প্রমাণিত না করা পর্যন্ত সাসপেন্ড থাকবেন পার্থ, এদিন জানিয়েছেন অভিষেক।
‘বেনিফিট অফ ডাউট নেতাকে নয়, মানুষকে দিচ্ছি। যাঁরা যুক্ত, আগে তৃণমূলে ছিল, এখন বিজেপিতে গেছে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। আলাদা আইন ঠিক নয়। কে পিছনে? খুঁজে বের করার দায়িত্ব সংস্থার। তৃণমূলের কোনও স্তরের নেতা জড়িত থাকলে দৃষ্টান্তমূলক শাস্তি। পার্টিকে ঢাল হিসেবে ব্যবহার করা যাবে না। দুর্নীতিতে জিরো টলারেন্স।’ বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
Topics
Anupam Hazra BJP TMC Administration Kolkata