কলকাতা টুডে ব্যুরো:এবার পার্থ চ্যাটার্জির বিষয়ে সুর চড়ালেন বিজেপি নেতা অনুপম হাজরা। বইয়ের পাতা থেকে পার্থ চট্টোপাধ্যায়ের নাম মুছুন। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ অনুপমের।
রবিবার ট্যুইট করে অনুপম বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী, লক্ষ লক্ষ শিক্ষিত বেকারদের টাকা আত্মসাৎ করে এই ব্যক্তি এখন জেলে; এখন অন্তত এনার নামটা অষ্টম শ্রেণীর ইতিহাস বইয়ের পাতা থেকে মুছুন; তা নাহলে তো বইয়ের পাতায় নাম দেখে নতুন প্রজন্ম এই ব্যক্তি কে নেতাজী/ক্ষুদিরাম দের সমতুল্য মনে করতে শুরু করবে”।
রাজ্যের অষ্টম শ্রেণীর ইতিহাসে পাঠ্যপুস্তকে রয়েছে সিঙ্গুরের ইতিহাসের কাহিনী। সেই আন্দোলনের বর্ণনায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই রয়েছে তৎকালীন বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়ের নাম। সেটা নিয়েই আপত্তি জানিয়েছেন বিজেপি নেতা অনুপম হাজরা।
Topics
Anupam Hazra BJP TMC Administration Kolkata