Home সংবাদ সৌমিত্র খাঁকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অর্জুন সিংয়ের

সৌমিত্র খাঁকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অর্জুন সিংয়ের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:রাজ্য রাজনীতিতে জল্পনার মধ্যেই বিজেপির সৌমিত্র খাঁকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অর্জুন সিংয়ের। তিনি বলেন, “সৌমিত্র আমার ভাই, তাড়াতাড়ি কিছু বলা ঠিক নয়। ওয়েট অ্যান্ড সি, অনেকে আসবে, এটা বলতে পারি।”

সৌমিত্র বলেন, “বাঁকুড়া জেলায় যাঁরা তৃণমূল কংগ্রেস করেন, তাঁদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভাল। অর্জুনদা বিজেপির সাংসদ, আমিও। অপরূপা পোদ্দার তৃণমূলের সাংসদ, আমিও তৃণমূলের সাংসদ ছিলাম। সম্পর্কটা নিশ্চয়ই আছে। অর্জুনদার সঙ্গে সম্পর্ক খারাপ, এটা তো বলব না। শুধু একটা কথাই বলব, তোমার অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন তৃণমূল কংগ্রেস করবেন না, আমি সেদিন তৃণমূলে ফিরে আসতে পারি। করাণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীচে আমি পার্টি করব না, এটা আমার রাজনৈতিক এবং জীবনের সিদ্ধান্ত।”

বর্তমানে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ অনেকটাই লাইমলাইটের বাইরে। অর্জুনের দলত্যাগের পরদিন হঠাৎ করেই রাঢ় অঞ্চলকে পৃথক রাজ্য করার দাবি নিয়ে ক্যামেরার সামনে আসেন সৌমিত্র খাঁ। যদিও বিজেপি রাজ্যভাগ সমর্থন করে না বলে আগেই দাবি জানিয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। তারপরেও দলের লাইন থেকে সরে গিয়ে বিষ্ণুপুরের বিধায়কের পৃথক রাজ্যের দাবিতে সরব হওয়ার ঘটনা তাৎপর্যপূর্ণ বলেই দাবি রাজনৈতিক মহলের।

Topics

Arjun Singh  BJP  TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment