Home রাজনৈতিক কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে তড়িঘড়ি দিল্লি গেলেন Arjun Singh

কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে তড়িঘড়ি দিল্লি গেলেন Arjun Singh

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:অর্জুন সিংকে দলে রাখতে মরিয়া বিজেপি! তড়িঘড়ি ফের দিল্লিতে ডেকে পাঠানো হল বারাকপুরের সাংসদকে । কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল পাট নিয়ে আলোচনার জন্য তাঁকে ডেকে পাঠিয়েছেন বলে খবর।

 

বৃহস্পতিবারই দিল্লি গেলেন তিনি। তবে সাংসদ যতই বলুন না কেন পাট নিয়ে আলোচনার জন্য তাঁকে ডাকা হয়েছে, রাজনৈতিক মহল এই জরুরি তলবের পিছনে অন্য ছায়া দেখছে। দিল্লি যাওয়ার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পাট ও চট শিল্প ও কর্মীদের সমস্যার সমাধানের জন্য লড়াই চলছিল৷

 

সেই সমস্যার কথা জানানো হয়েছিল বস্ত্র মন্ত্রীকে৷ সেই বিষয়ে আলোচনার জন্য তিনি ডেকেছেন৷ সমস্যা না মিটলে তিনি আন্দোলনের জন্য প্রস্তুত আছেন বলে জানান।

 

তিনি বলেন, ‘‘আজ দুপুর ১২ টার সময় আমাকে ফোনে বিকালে মিটিং-এর কথা বলা হয়েছে৷ বুধবার কোর্ট অর্ডার হয়েছে তার উপরেই আজকের মিটিংটা হবে৷ আশা করছি চাষি-শ্রমিকদের জন্য আজ কিছু সুরাহা হবে৷সুর নরম হওয়াটাই ভালো এখানে তো কোনো ইগোর ব্যাপার নেই৷’’ তাঁর কথায়, ‘‘আগে থেকে বিড়াল যদি রাস্তা কেটে দেয় তার জন্য কি যাত্রাভঙ্গ করে দেওয়া যায়?

 

 

এরকম আমি বিশ্বাস করি না৷ বিড়াল যতই রাস্তা কাটুক তাতে কিছু যায় আসে না৷ মানুষের ভালো হলেই তো ভালো তাই না৷এখনও বলছি ললিপপ দিলে কিছু হবে না সঠিক সিদ্ধান্ত নিতে হবে৷ সঠিকভাবে বলতে হবে সঠিক এগ্রিমেন্টে যেতে হবে৷’’ অর্জুন সিং-এর বক্তব্য, ‘‘শ্রমিক ও চাষি কিভাবে বাঁচবে আমাকে ডেকে কিছু বুঝিয়ে দিলেই তো হল না৷ কারণ ওখানে যদি কিছু না হয় তাহলে মানুষ আমাকে তো ক্ষমা করবে না৷ আমি তো দিল্লিতে থাকি না। আমি সব সময় এলাকায় থাকি আমাকে এলাকার মানুষ নিয়ে চলতে হবে৷’’

Related Articles