কলকাতা টুডে ব্যুরো: শেষমেষ ঘুরে দাঁড়ালেন কোহলি। প্রায় তিন বছর অপেক্ষা করার পরে সেঞ্চুরির মুখ দেখলেন কোহলি। প্রথম প্লেয়ার হিসেবে এশিয়া কাপে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন কোহলির। বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে ৫৩ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন কোহলি।
বিরাট শেষ বার আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালের নভেম্বরে। কলকাতার ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে শেষবার তিন অঙ্কের ব্যক্তিগত ইনিংস খেলেছিলেন তিনি। অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতম হয়েছে ক্রমশ। কিন্তু বার বার হতাশ হতে হয়েছে তাঁদের।আফগানিস্তানের বিরুদ্ধে ২ বছর ৯ মাস ১৬ দিন পর সেঞ্চুরি করলেন কিং কোহলি। দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে সেঞ্চুরির খরা কাটালেন কোহলি।
খেলা শেষে অফিসিয়াল ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলতে গিয়ে বিরাট কোহলি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তিনি বলেন, ‘গত আড়াই বছর আমাকে অনেক কিছু শিখিয়েছে। কয়েক মাসের মধ্যে আমার ৩৪ বছর হচ্ছে। দলের পরিবেশ এখন অনেক খোলামেলা এবং দল আমাকে সাহায্যও করেছে। আমি জানি অনেক কথা হচ্ছিল। আমি আমার আংটি চুম্বন করেছি। আসলে আপনি আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখছেন, কারণ একজন ব্যক্তি আমার জন্য সব কিছু উৎসর্গ করেছে। আর সেটা হল অনুষ্কা। এই সেঞ্চুরিটি ওকে এবং আমাদের মেয়ে ভামিকার জন্যই।’
Topics
Asia Cup UAE India Afghanistan Cricket Sports Kolkata