Home খেলাধুলাক্রিকেট বিরাট সূর্যের জুটি, জয় ভারতের

বিরাট সূর্যের জুটি, জয় ভারতের

পুরোনো ফর্মে বিরাট। এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথম অর্ধশতরান করলেন তিনি

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: পুরোনো ফর্মে বিরাট। এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথম অর্ধশতরান করলেন তিনি। অর্ধশতরান এল সূর্যকুমার যাদবের ব্যাট থেকেও। দুই ভারতীয় ব্যাটারের দাপটে ১৯২ রান করল ভারত। সেই রান ছুঁতে পারেনি হংকং। শেষ পর্যন্ত ৪০ রানে ম্যাচ জিতে এশিয়া কাপের শেষ চারে পৌঁছে গেলেন রোহিত শর্মারা।

এই ম্যাচে কোহলির সঙ্গে জুটি বাঁধেন রাহল।এই ম্যাচেও শুরু থেকে বেশ আত্মবিশ্বাসী দেখাল তাঁকে। তাড়াহুড়ো করলেন না। বল দেখে খেললেন। অন্য দিকে কয়েকটি বড় শট খেলেন রাহুলও। কিন্তু ৩৬ রান করে মহম্মদ গজনফরের বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন তিনি। রাহুল যখন আউট হলেন তখন দলের রান ১৩ ওভারে ৯৪। পরের সাত ওভারে উঠল ৯৮ রান। তার সিংহভাগ কৃতিত্ব সূর্যকুমারের। প্রথম বল থেকেই মারমুখী মেজাজে ছিলেন তিনি। সূর্য রানের গতি বাড়ানোয় সুবিধা হল কোহলীরও। অনেক চাপমুক্ত হয়ে খেললেন তিনি। দু’জনে মিলে দলের রানকে দ্রুত এগিয়ে নিয়ে গেলেন। প্রতি ওভারে বড় শট মারছিলেন তাঁরা।

প্রথমে অর্ধশতরান করলেন কোহলী। তাঁর উচ্ছ্বাস দেখে বোঝা গেল, অনেক বড় চাপ বুকের উপর থেকে নেমেছে। কোহলী অর্ধশতরান করার পরে আরও হাত খোলেন সূর্য। মাঠের চার দিকে বড় শট মারছিলেন তিনি। মাত্র ২২ বলে অর্ধশতরান করলেন তিনি। শেষ ওভারে চারটি ছক্কা মারেন সূর্য। শেষ পর্যন্ত ১৯২ রানে থামে ভারতের ইনিংস। কোহলী ৫৯ ও সূর্য ৬৮ রান করে অপরাজিত থাকেন।

ভারতীয় দলের হয়ে ভুবনেশ্বর, জাডেজা ও চহাল ভাল বল করলেন। আবেশ ও অর্শদীপ উইকেট নিলেও অনেক রান দিয়েছেন। হংকংয়ের বিরুদ্ধে তাঁদের বোলিং চিন্তায় রাখল রোহিতকে।

Topics

Asia Cup UAE India Hong Kong  Cricket Sports  Kolkata

Related Articles

Leave a Comment