কলকাতা টুডে ব্যুরো: টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফের মুখোমুখি ভারত এবং পাকিস্তান। সেই দুবাইয়ের মাঠেই। যে মাঠে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। রবিবার ফের মুখোমুখি হবে তারা। এই নিয়েই দেশ জুড়ে উন্মাদনা তুঙ্গে। এশিয়া কাপ জয়ের আসায় শুরু হয়েছে যজ্ঞ।
আজ মুখোমুখি ভারত ও পাক শিবির। এশিয়া কাপে পাঁচবার জিতেছিল পাকিস্তান এবং আটবার জিতেছিল ভারত একবার হয়েছিল ড্র। সে ক্ষেত্রে দাঁড়িয়ে আটবার পেরিয়ে নবার কি জিততে পারবে ভারত সে দিকেই চোখ দেশবাসীর। এছাড়াও বিরাট কোহলির শততম আন্তর্জাতিক টি২০ ম্যাচ আজ। সে ক্ষেত্রে আজ ১০০ রান যাতে এই বিরাট কোহলি করতে পারে সে দিকেই তাকিয়ে দেশবাসী।
ভারতীয় দল জয়লাভের আশায় মেতে উঠেছে ক্রিকেট প্রেমীরা।গত বছর টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে। ১০ উইকেট টিম ইন্ডিয়াকে হারিয়েছিল বাবর আজমের দল। এই বার আর পুনরাবৃত্তি না হয় তার জন্য শুরু হয়েছে প্রথনা। বেহালায় ভারতীয় দলের মঙ্গল কামনায় করা হয়েছে যজ্ঞের আয়োজন।
Topics
Asia Cup UAE India Pakistan Cricket Kolkata