কলকাতা টুডে ব্যুরো: ভারতের প্রথম ম্যাচে পাকিস্তান কে হারিয়ে এশিয়া কাপের দিকে প্রথম পা ভারতের। ১৯.৪ ওভারে নওয়াজের বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে জয় এনে দেন হার্দিক পান্ডিয়া। পাকিস্তানের ১৪৭ রানের জবাবে ব্যাট করেত নেমে ভারত ২ বল বাকি থাকতে ৫ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৮ রান তুলে নেয়। হার্দিক পান্ডিয়া ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ৩৩ রান করে নট-আউট থাকেন। ১ বলে ১ রান করেন দীনেশ কার্তিক।
গতবছর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতকে। বছর ঘুরে সেই একই মাঠে এবার এশিয়া কাপের ম্যাচে সম্মুখসমরে নামে দু’দল। স্বাভাবিকভাবেই বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল টিম ইন্ডিয়ার সামনে। সেই সুযোগটা যথাযথ কাজে লাগান রোহিত শর্মারা। শেষ ওভারের থ্রিলাকে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করে ভারত।
Topics
Asia Cup UAE India Pakistan Cricket Sports Kolkata