কলকাতা টুডে ব্যুরো: রবিবার সুপার ফোরে ভারতকে হারিয়ে বদলা নিল পাকিস্তান। ভারত ২০ ওভারে করেছিল ৭ উইকেটে ১৮১ রান। পাকিস্তান ৩ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। মোক্ষম সময় ক্যাচ ফস্কালেন অর্শদীপ। ফলে জলে গেল বিরাট কোহলির লড়াকু ব্যাটিং। শেষ হাসি হাসলেন মহম্মদ রিজওয়ান ।
এ দিন টস জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠায় পাকিস্তান। শুরুতে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল ঝড় তুলেছিলেন। ভারত তখন ছুটছিল। মনে হচ্ছিল ২০০-র কাছাকাছি পৌঁছে যাবে ভারত। কিন্তু রোহিত শর্মা কেন যে হ্যারিস রাউফকে অহেতুক মারতে গেলেন, তা তিনিই ভাল বলতে পারবেন। খুশদিল শাহ ক্যাচটা ভাল নিয়েছেন রোহিতের (২৮)। ভারত প্রথম উইকেট হারায় ৫৪ রানে।
বিপজ্জনক হয়ে ওঠা রিজওয়ানকে আউট করেন হার্দিক। এ দিন ব্যাট হাতে কিছু করতে পারেননি। বল হাতেও জ্বলে ওঠেননি। রান দিয়েছেন। কিন্তু যখন রিজওয়ানের (৭১) উইকেট দরকার ঠিক সেই সময়ে হার্দিক কিন্তু কাজের কাজটা করেন। কিন্তু ভুবনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ বোলার ১৯ তম ওভারে আটকে রাখতে পারেননি পাক ব্যাটারদের। রান দিয়ে ফেলেন। ফলে শেষ ওভারে জেতার জন্য পাকিস্তানের দরকার ছিল ৭ রান। অর্শদীপ সিং সেই রান আটকাতে পারেননি। নিজেও ক্যাচ ছেড়েছেন। বল হাতেও কিছু করতে পারলেন না। ফলে জোড়া ম্যাচ জেতার বদলে, ভারতকে হারিয়ে বদলা নিয়ে চলে গেলেন বাবর আজমের দল।
Topics
Asia Cup UAE India Pakistan Cricket Sports Kolkata