Home সংবাদবর্তমান আপডেট Abhishek Banerjee in Assam:’বিজেপিকে উপড়ে ফেলতে যা করার তাই করবে তৃণমূল,’ অসমে চ্যালেঞ্জ অভিষেকের

Abhishek Banerjee in Assam:’বিজেপিকে উপড়ে ফেলতে যা করার তাই করবে তৃণমূল,’ অসমে চ্যালেঞ্জ অভিষেকের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:তারপর অসমে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। এরপর কর্মিসভায় ভাষণ দিতে গিয়ে অভিষেকের গলায় চরম আত্মবিশ্বাসী সুর। জোরের সঙ্গেই বলেন, ‘উন্নয়নের নিরিখে অসমের বিজেপি সরকারকে ১০ গোল দেব’ ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, ‘আগামী লোকসভা ভোটে অসমে ১৪টি আসনে ১০ আসনে জিততে হবে’। তিনি বলেন, দল কাজ শুরু করে দিয়েছে।  সতীপীঠ কামাক্ষ্যায় অসমের সামগ্রিক উন্নয়নের জন্য প্রার্থনা করেছেন বলে দাবি করেন তিনি।

অভিষেক বলেন, ‘রিপুন বোরার যোগদানের পরই অসমে তৃণমূল কাজ শুরু করে দিয়েছে। আগেও তৃণমূল অসমে ভোটে লড়াই করেছে। কিন্তু এবারের তৃণমূল আগের থেকে অনেক আলাদা’। সেই সঙ্গে তিনি  বিজেপিকে উপড়ে ফেলার ডাক দেন। বলেন, বিজেপির বিদায় না হওয়া অবধি না ফেলা পর্যন্ত অসমে তৃণমূল লড়াই চালিয়ে যাবে। তিনি বলেন, ‘আমরা সবাই বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। এখানে সবাই কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছে’ ।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কর্মিসভায় বলেন, ফেসবুক, ট্যুইটারে নয়, মাঠে নেমে লড়ে তৃণমূল। ‘গত ৮ বছর ধরে কংগ্রেস বিজেপির কাছে হেরেছে। আর গত ৮ বছর ধরে বিজেপি তৃণমূলের কাছে হেরে চলেছে। সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, ‘ত্রিপুরায় আমার উপর হামলা হয়েছে, সুস্মিতা দেবের গাড়ি ভাঙা হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস ময়দান ছেড়ে পালিয়ে আসেনি’।
অভিষেকের দাবি, ‘তৃণমূল কংগ্রেস মন্দির ছাড়া কোথাও মাথানত করে না’। ‘আগামী একবছরে ত্রিপুরা ও মেঘালয়ে নির্বাচন। দুই রাজ্যেই তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে’। তিনি বলেন,   ‘বিজেপিকে হারানোর জন্য যা করা প্রয়োজন তৃণমূল করবে। শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত তৃণমূল লড়াই করবে।’তাঁর অভিযোগ, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে অসমে এসেছিলেন৷ উনি বাংলায় গিয়ে এনআরসি নিয়ে একরকম কথা বলেন, আবার অসমে এসে এক রকম বলেন৷ আসলে পুরোটাই ফাঁকা প্রতিশ্রুতি৷ এমন একটা সরকার চলছে, যাঁরা বিদ্বেষ ছড়াতে সিনেমার উপর থেকে কর প্রত্যাহার করে নেয়, কিন্তু তেল- গ্যাসের উপর থেকে কর প্রত্যাহার করে না৷’

Topics

Assam Abhishek Banerjee BJP TMC Administration Kolkata

Related Articles