কলকাতা টুডে ব্যুরো:অবশেষে সিবিআইয়ের তলবে হাজির রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী।স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় বারবার সিবিআই দপ্তরে হাজিরা এড়ানোর জেরে এদিন বিকেলেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই।
সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বেরোন পরেশ অধিকারী। এর পরেই কনভয় নিয়ে নিজাম প্যালেসের উদ্দেশে তিনি রওনা দেনবলে । কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় সিবিআই দফতর।
আরও পড়ুনঃ বিজেপি দেশে তুঘলকি রাজত্ব চালাচ্ছে’, আক্রমনাত্মক মমতা
বৃহস্পতিবার মামলার শুনানি চলাকালীন পরেশের আইনজীবী জানান, এখনও কোচবিহারেই রয়েছেন পরেশ অধিকারী। চাইলেও বৃহস্পতিবার বিকেল ৩টের মধ্যে সিবিআই অফিসে হাজিরা দেওয়া সম্ভব নয় পরেশের পক্ষে। তিনি আরও জানান, কলকাতার উদ্দেশে ইতিমধ্যেই রওনা হয়েছেন পরেশ। সন্ধে সাড়ে ৬টার সময় কলকাতায় আসতে পারবেন। এর পর পরেশের আইনজীবী অনুরোধ করেন, মন্ত্রীকে যেন পুলিশ ধরে নিয়ে না যায়। এ প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘কাউকে কোনও জামাই আদর করা হবে না।’’