Home সংবাদসিটি টকস Ram Mandir: ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দির উদ্বোধন,এদিন বিশেষ নির্দেশ জারি করল মরিশাস প্রশাসন

Ram Mandir: ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দির উদ্বোধন,এদিন বিশেষ নির্দেশ জারি করল মরিশাস প্রশাসন

by Web Desk
Ram Mandir: ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দির উদ্বোধন,এদিন বিশেষ নির্দেশ জারি করল মরিশাস প্রশাসন

২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দির উদ্বোধন

এগিয়ে আসছে রাম মন্দিরের উদ্বোধন। হাতে মাত্র আর কয়েকটা দিন। ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দির উদ্বোধন । প্রস্তুতিপর্ব প্রায় শেষের দিকে। দেশ-বিদেশের খ্যাতনামী ব্যক্তিদের কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র। রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে উৎসাহ ছড়িয়ে পড়েছে ভারতের বাইরেও। মন্দির উদ্বোধন উপলক্ষে বিশেষ নির্দেশ জারি করল মরিশাস প্রশাসন। সূত্রের খবর এই দিন সকল হিন্দু কর্মচারীকে দু’ঘণ্টার বিশেষ বিরতি দেওয়া হবে। শুক্রবার এমনটাই ঘোষণা করেছেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দকুমার যুগনৌথ।

২০১১ সালের জনগণনা অনুযায়ী মরিশাসের জনসংখ্যার ৪৮.৫ শতাংশ হিন্দু সম্প্রদায়ভুক্ত। মরিশাস প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২২ জানুয়ারি রামমন্দির উপলক্ষে সেখানকার সকল হিন্দু কর্মচারীকে কাজ থেকে দু’ঘণ্টার বিরতি দেওয়া হবে। জানা যাচ্ছে দুপুর ২টো থেকে এই বিরতি শুরু হবে। হিন্দু কর্মীদের প্রার্থনার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

রাম বা ‘রামলালা’র বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ করা হবে

২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। ওই দিন শিশু রাম বা ‘রামলালা’র বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন বিশেষ আমন্ত্রিতেরাও।

পাশাপাশি অযোধ্যার রামমন্দির উদ্বোধনের আগে ১১ দিনের জন্য ‘ব্রতপালন’-এর কথা জানালেন প্রধানমন্ত্রী। শুক্রবার নিজের ইউটিউব চ্যানেলে ‘অযোধ্যার রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, এ দিন থেকেই ১১ দিনের জন্য ‘বিশেষ নিয়ম’ পালন শুরু করছেন তিনি। তিনি এ-ও জানান যে, ধর্মগ্রন্থে উল্লিখিত বিধি অনুসারে এবং সাধুসন্তদের উপদেশ মেনে এই ১১ দিন তিনি কঠোর অনুশাসন মেনে চলবেন।

Related Articles

Leave a Comment