কলকাতা টুডে ব্যুরো:একদিকে যেমন প্রয়াত প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের জন্মদিন অন্যদিকে বিশ্ব রক্তদাতা দিবস। আর সেই উপলক্ষে এই শহরের বিভিন্ন ক্লাব আয়োজন করেছে রক্তদান শিবিরের। পাশাপাশি এদিন একডালিয়া এভারগ্রিন ক্লাব সুব্রত মুখোপাধ্যায়
জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতে রক্তদান শিবিরের আয়োজন করে এই অনুষ্ঠানে উপস্থিত হন বাবুল সুপ্রিয় এবং দেবাশীষ কুমার। বাবুল সুপ্রিয় বলেন সুব্রত মুখোপাধ্যায় জন্মদিনের দিন রক্তদান শিবিরের আয়োজন করে তাকে শ্রদ্ধা জানানোর আদর্শ উপায়। এদিন সংবাদমাধ্যমের প্রশ্ন করায় নুপুর বিতর্কে প্রসঙ্গেও মন্তব্য করেন বাবুল।
আরও পড়ুনঃ ’সিবিআই আদৌ কিছু করতে পারবে কিনা!’CBI তদন্তের গতি নিয়ে হতাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
অনুষ্ঠানে উপস্থিত হন বিধায়ক দেবাশীষ কুমার তিনি বলেন সুব্রত মুখোপাধ্যায় এর মত মানুষের জন্মদিন প্রতি বছর পালন করা উচিত পাশাপাশি এদিন তিনি বিজেপি কেউ কড়া ভাষায় আক্রমণ করলেন।