Home সংবাদসিটি টকস পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় করে তুলতে রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়র নতুন পদক্ষেপ

পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় করে তুলতে রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়র নতুন পদক্ষেপ

রাজ্যের পর্যটন মন্ত্রী শ্রী বাবুল সুপ্রিয় আজকে নব মহাকরণ ভবনে সাংবাদিক সম্মেলন করে জানান কলকাতার পর্যটন শিল্পকে আরও বেশি মানুষের জন্য আকর্ষণীয় করে তুলতে নতুন কিছু পদক্ষেপ নিয়েছেন

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:রাজ্যের পর্যটন মন্ত্রী শ্রী বাবুল সুপ্রিয় আজকে নব মহাকরণ ভবনে সাংবাদিক সম্মেলন করে জানান কলকাতার পর্যটন শিল্পকে আরও বেশি মানুষের জন্য আকর্ষণীয় করে তুলতে নতুন কিছু পদক্ষেপ নিয়েছেন।যেটা অপারেট হবে QR-Code-Based, integrated City pass দ্বারা।দেশ বিদেশের মানুষের জন্য একটি নতুন পরিষেবা চালু করলেন।

বাবুল সুপ্রিয় বললেন আমরা চাইছি কলকাতা টুরিসামকে প্রমোট করতে।কলকাতাতে ভিক্টোরিয়া,সাইন্স সিটি,ইকোপার্ক , নিকোপার্ক,ইন্ডিয়ান মিউজিয়াম সহ 21টি ডেস্টিনেশন আছে।কলকাতায় এতগুলো জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলোকে একসঙ্গে করে প্ল্যানিং করে আগে দেখেননি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছিলেন সেটাই করার চেষ্টা করছি। intigrated city pass হলো  যারা অন্য স্টেট থেকে বা অন্য দেশ থেকে আমাদের কলকাতাতে ঘুরতে আসছেন তাদের একটা সুভিধা দেওয়া যাতে লাইন দিয়ে টিকিট কাটতে না হয়।এটা শুধু বিদেশের মানুষের জন্যই নয়,সবার জন্য।ওনাদের ওয়েবসাইটে গিয়ে intigrated city pass লিখলেই সেখান থেকে লিংক পেয়ে যাবেন এবং মাত্র 495 টাকায় 21 টি জায়গায় যাওয়ার QR code based intigrated pass পেয়ে যাবেন। পাস এর ভ্যালিডিটি 1সপ্তাহ।21টি স্থান কি কি সেটারও উল্লেখ থাকবে পাসে এবং এটাও বললেন যদি কেউ 3,4 টে জায়গায় ঘুরতে যেতে চাই তাহলে তাকে 495 টাকা দিয়ে পাস নিতে হবে না শুধু ওই 4টে জায়গা যাওয়ার জন্য যা টাকা হবে সেই টাকায় নেওয়া হবে।এমনকি নিকো পার্কের 300টাকার টিকিট এই পাসের মাধ্যমে 25 টাকায় পাবেন।এই পাস 15ই ডিসেম্বর রিলিজ হওয়ার কথা প্রথমে বলেছিলেন কিন্তু এক সাংবাদিক ওনাকে মনে করান ওইদিন ফিল্ম ফেস্টিভ্যাল আছে তাই উনি বললেন তাহলে চেঞ্জ করে দেওয়া হবে।

উনি আরও বললেন প্রত্যেকটি ডেস্টিনেশনের বাইরে একজন ডেডিকেটেড লোক থাকবেন যিনি দেখবেন কাদের কাছে কর Based intigrated city pass আছে,সেটা দেখার পর তাদের ভিতরে অনায়াসেই যেতে দেবেন।

আপাতত 21টি স্থান চিহ্নিত করে পাসের  ব্যাবহার শুরু হতে চলেছে এবং আস্তে আস্তে কলকাতার একাধিক দর্শনীয় স্থানকে চিহ্নিত করা হবে বলে জানালেন পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়।

Related Articles

Leave a Comment