কলকাতা টুডে ব্যুরো:”বাবুলের শপথ কেন আটকে আছে, তা রাজ্যপাল বলতে পারবেন।। ইতিমধ্যে ডেপুটি স্পিকার তাঁর জবাব রাজ্যপালের কাছে পাঠিয়ে দিয়েছেন। এখন উনি ঠিক করবেন কি হবে।”এদিনেই মন্তব্য করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণ নিয়ে বিধানসভার স্পিকার বলেন,”বাবুলের শপথ কেন আটকে আছে, তা রাজ্যপাল বলতে পারবেন। ইতিমধ্যে ডেপুটি স্পিকার তাঁর জবাব রাজ্যপালের কাছে পাঠিয়ে দিয়েছেন। এখন উনি ঠিক করবেন কি হবে।
উনি তো নিজেই এসে শপথ দেওয়াতে পারেন। এসবের কোনও প্রয়োজনীয়তাই ছিল না। যা হচ্ছে, সেটা অনভিপ্রেত। অতীতে কখনও এটা হয়নি।” বাবুল সুপ্রিয়র বিধায়ক পদে শপথ গ্রহণকে কেন্দ্র করে জটিলতা অব্যাহত।
সংবিধানের ১৮৮ নম্বর ধারা অনুসারে, নির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ রাজ্যপাল করাবেন। তবে রাজ্যপাল চাইলে কোনও বিধায়ককে শপথ বাক্য পাঠ করানোর জন্য জন্য কাউকে মনোনীত করতে পারেন। শুক্রবার, প্রায় ৪০ মিনিট ধরে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে এই সব বিষয় নিয়ে বৈঠক হয়।