Home সংবাদসিটি টকস গ্রেফতার বাগুইআটি জোড়া খুনে কাণ্ডের মাস্টারমাইন্ড

গ্রেফতার বাগুইআটি জোড়া খুনে কাণ্ডের মাস্টারমাইন্ড

গ্রেফতার বাগুইআটি জোড়া খুনে কাণ্ডের মাস্টারমাইন্ড। হাওড়া স্টেশন থেকে গ্রেফতার সত্যেন্দ্র। ১৮ দিন ধরে পালিয়ে বেরাচ্ছিল সত্যেন্দ্র চৌধুরী

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: গ্রেফতার বাগুইআটি জোড়া খুনে কাণ্ডের মাস্টারমাইন্ড। হাওড়া স্টেশন থেকে গ্রেফতার সত্যেন্দ্র। ১৮ দিন ধরে পালিয়ে বেরাচ্ছিল সত্যেন্দ্র চৌধুরী। ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার ছক ছিল তার। কিন্তু বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশের তৎপরতায় পালানোর আগেই ধরা পড়ে সে। সূত্রের খবর, হাওড়া থেকে গ্রেফতার করে প্রথমে তাকে বিধাননগর পুলিশ কমিশনারেটের অফিসে নিয়ে আসা হবে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে তুলে দেওয়া হবে CID-র হাতে।

২২ অগস্টের পর পেরিয়েছে ২ সপ্তাহেরও বেশি সময়। বাগুইআটিতে দুই ছাত্রের খুনের ঘটনায় মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীর চার সঙ্গীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তবে নাগালে আসছিল না মূল অভিযুক্ত। গা ঢাকা দিয়েছিল এই রাজ্যের আনাচে কানাচে। তবে ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার ছক ছিল তার। বিহারের মতিহারি জেলাতে সত্যেন্দ্র গ্রামের বাড়িতেও হানা দিয়েছিলেন তদন্তকারীরা। কিন্তু সেখানে তার খোঁজ মেলেনি। তদন্তকারীরা অনবরত সত্যেন্দ্র মোবাইল টাওয়ার লোকেট করছিলেন। কোথায় মোবাইল অন করছে, কোথায় সুইচ অফ করছে, তার বিস্তারিত তালিকা তৈরি করেছিলেন তদন্তকারীরা। রাজ্যের বিভিন্ন স্টেশনগুলিতে ওঁত পেতেছিলেন তদন্তকারীরা।

বিধাননগর গোয়েন্দা শাখার তদন্তকারীরা গোপনে সত্যেন্দ্র খোঁজ করছিলেন। মোবাইলের টাওয়ার লোকেট করেই তদন্তকারীরা জানতে পারেন, হাওড়া স্টেশনের আশেপাশে রয়েছে সত্যেন্দ্র। পাঁচ জনের তদন্তকারী দল হাওড়া স্টেশনের আশপাশ এলাকায় বৃহস্পতিবার রাত থেকেই জাল বিছিয়ে ফেলেন। সকালে স্টেশনে টিকিট কাউন্টারের সামনেই খেলা শেষ হয় সত্যেন্দ্র। ট্রেনে ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার ছক বানচাল হয়ে যায় তার।

Topics

Baguihati CID Students Administration Kolkata

Related Articles

Leave a Comment