Home সংবাদসিটি টকস সত্যেন্দ্র চৌধুরীকে ১৪ দিনের CID হেফাজতের নির্দেশ আদালতের

সত্যেন্দ্র চৌধুরীকে ১৪ দিনের CID হেফাজতের নির্দেশ আদালতের

বাগুইআটি জোড়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে CID হেফাজতের নির্দেশ দিল আদালত

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: বাগুইআটি জোড়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে CID হেফাজতের নির্দেশ দিল আদালত। শুক্রবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে তোলা হয় বারাসত আদালতে। বিচারক তাঁকে ১৪ দিনের CID হেফাজতের নির্দেশ দেন।

বাগুইআটি জোড়া খুনের মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে শুক্রবার হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করে CID। অতনু দে ও অভিষেক নস্কর নামে দুই ছাত্রকে নৃশংস ভাবে খুন করে বলে অভিযোগ ধৃতের বিরুদ্ধে। ঘটনার দুই সপ্তাহ পরে ধরা পড়ে অভিযুক্ত। এই ঘটনার সঙ্গে যুক্ত ৪ জনকে আগেই গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ধৃতকে বারাসত আদালতের পেশ করা হয়। বিচারক অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন।

Topics

Baguihati CID Students  Administration Kolkata

Related Articles

Leave a Comment