কলকাতা টুডে ব্যুরো: বাগুইআটি জোড়া খুনের ঘটনা গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছে। জোড়া খুনের মূল অভিযুক্ত অবশেষে গ্রেফতার। হাওড়া স্টেশন চত্বর থেকে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে পাকড়াও করে CID। বাগুইআটি জোড়া খুনের দু’ সপ্তাহ পার হয়ে গেলেও গতকাল অবধিও তাঁকে নাগালে পাওয়া যাচ্ছিল না। অবশেষে এদিন গ্রেফতার হতেই মূল অভিযুক্তের ফাঁসির দাবি করলেন অতনুর মা।
শুক্রবার নিহত অতনু দে-র বাড়িতে পৌঁছান অধীর চৌধুরী। পরিবারের সঙ্গে কথা বলেন কংগ্রেস সাংসদ। সেখানেই পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। পুলিশি নিষ্ক্রিয়তাকে দায়ী করে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পুলিশের উপর সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। পুলিশ সক্রিয় হলে দুটো ছেলের প্রাণ যেত না। এখন সাসপেন্ড করে লাভ নেই। সব শেষ হয়ে যাওয়ার পর এখন ব্যবস্থা নিয়ে কি হবে? পুরোটাই চোখে ধুলো দেওয়ার চেষ্টা।’
অধীর চৌধুরী আরও বলেন, জানি না, আর কত নিষ্ঠুর ঘটনার সাক্ষী হতে হবে আমাদের ? কারণ আজকে সিন্ডিকেটরাজ, বালিরাজ, কয়লারাজ, হয়তো আগামীদিনে অপহরণরাজও এ বাংলায় দেখতে হতে পারে, যদি এখন থেকে এই বাংলার মানুষ সতর্ক না হয়। মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবি, আপনি এই পরিবারের সঙ্গে দেখা করুন। এরা ঘরের মেয়ে বোন, আপনি এই পরিবারের সঙ্গে দেখা করুন। এদের বক্তব্য শুনুন। এবং দ্রুত এই খুনির শাস্তির ব্যবস্থা করুন। দিদি এরা , মা-মাটি-সরকারেরই একজন। আপনার অধীনে এরা বাংলার বাসিন্দা। মা-মাটি-মানুষের নেত্রী হয়ে এই পরিবারের মা-বোনদের জন্য একবার আপনার হৃদয়ের অনুভূতি ব্যক্ত করুন, দুঃখ প্রকাশ করুন। একবার তাঁদের আক্রোশ-ক্ষোভের কথা জেনে তাঁদের দ্রুত শাস্তির ব্যবস্থা করুন। এটা আমার একান্ত আবেদন, অনুরোধ।