কলকাতা টুডে ব্যুরো:মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দরাজ সার্টিফিকেট দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ভারতই সফল ভাবে কোভিড পরিস্থিতি সামলেছে, চিন পারেনি, এমনটাই বললেন বাইডেন।বিশ্বাসের উপরেই দাঁড়িয়ে রয়েছে ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে এমনটাই বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
নরেন্দ্র মোদি বলেন, “সত্যি করেই ভারত-আমেরিকা সম্পূর্ণ বিশ্বাসের উপর দাঁড়িয়ে রয়েছে। প্রতিরক্ষা, বাণিজ্য-সহ অন্যান্য ক্ষেত্রে আমাদের দুই দেশের সম্পর্ক রয়েছে। ফলে আমাদের দ্বিপাক্ষিক আরও উন্নত হয়েছে। বিশ্বের অন্যান্য বিষয়েও দুই দেশ একে অপরের পাশে দাঁড়িয়েছে।”তিনি বাইডেনকে বলেন, “ইন্দো প্যাসিফিক অঞ্চলে দুই দেশের মনোভাব একই। ভারত এবং আমেরিকা ছাড়াও সমমনষ্ক দেশগুলির সঙ্গেও এই অঞ্চলে শান্তি স্থাপনের চেষ্টা করি আমরা।”
আরও পড়ুনঃ ’রাজ্য পুলিশের ওপর মুখ্যমন্ত্রীরই ভরসা নেই, রাজ্যের মানুষ ভরসা করবে কী করে?,’ পাল্টা তোপ শমীকের
মোদি-প্রশংসায় পঞ্চমুখ বাইডেন ৷ ভারত যেভাবে কোভিড মোকাবিলায় সামনে থেকে কাজ করেছে, তার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷