কলকাতা টুডে ব্যুরো:বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলার চিঠি পাঠালেন মন্ত্রী বেচারাম মান্নার আইনজীবী।তবে তথ্যপ্রমাণ না দিয়ে মন্তব্য করার জন্যই এই মানহানির চিঠি পাঠানো হয়েছে বলে খবর।
মান্নার অভিযোগ, তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে স্কুলে চাকরি দেওয়ার অভিযোগ তুলেছিলেন হুগলির বিজেপি সাংসদ। চিঠির প্রাপ্তি স্বীকারের ১০ দিনের মধ্যে সাংসদ ক্ষমা না চাইলে ২ কোটি টাকার মানহানির মামলা করার হুঁশিয়ারি শ্রমমন্ত্রীর।
আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত ২৯৫ জন
বুধবার বিজেপি সাংসদের বাড়ির ঠিকানায় পৌঁছে গেল মন্ত্রীর পাঠানো আইনি নোটিশ। এই আইনি চিঠি তথা নোটিশে লেখা আছে, ‘লকেট চট্টোপাধ্যায়ের মন্তব্যের জেরে রাজ্যের মন্ত্রীর সম্মানহানি হয়েছে। তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে। এই নিয়ে মানসিক অশান্তির মধ্যে আছেন তিনি। তাই সাংসদ যদি ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা না চান, তা হলে তাঁর বিরুদ্ধে দু’কোটি টাকার মানহানির মামলা করা হবে।’