Home সংবাদসিটি টকস Swasthya Sathi Scheme: বাদ পড়ল রাজ্যের ১৪২টি সরকারি-বেসরকারি হাসপাতাল

Swasthya Sathi Scheme: বাদ পড়ল রাজ্যের ১৪২টি সরকারি-বেসরকারি হাসপাতাল

by Web Desk
Swasthya Sathi Scheme: বাদ পড়ল রাজ্যের ১৪২টি সরকারি-বেসরকারি হাসপাতাল

Swasthya Sathi Scheme: স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে বাদ পড়ল, রাজ্যের ১৪২টি সরকারি-বেসরকারি হাসপাতাল। এই সিদ্ধান্তের কারণ হল, পর্যবেক্ষণ করে দেখা গেছে রাজ্যের একাধিক হাসপাতালের পরিস্থিতি কোন ব্লকে হাসপাতাল সুপার স্পেশালিটি স্তরে উন্নীত হয়েছে। আবার কোন স্তরে মেডিক্যাল কলেজ বা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করা হয়েছে। ফলে সরকারি হাসপাতালের সংখ্যা কমলেও কলেবরে বাড়ল। তবে সরকারি হাসপাতালের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী  স্কিম বন্ধ করা হয় না। কিন্তু কিছু বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী স্কিম মানে না। অথবা অনৈতিকভাবে ব্যাবহার করেছিল।

হাসপাতালগুলিতে  স্বাস্থ্যের ক্ষেত্রে অনিয়ম চোখে পড়েছে। হাসপাতালে ভর্তির ক্ষেত্রে চোখে পড়েছে একাধিক ত্রুটি। সূত্রের খবর মানা হচ্ছে না স্বাস্থ্য সাথীর গাইডলাইন। স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয় স্বাস্থ্যসাথী প্রকল্পের বাইরে রাজ্যের চারটি বেসরকারি হাসপাতাল। এবং ১৪২টি হাসপাতালের নামও ওয়েবসাইটে তোলা হয়েছে বলে জানা যাচ্ছে। স্বাস্থ‌্য দপ্তরের এক আধিকারিকের কথায়, ‘‘স্বাস্থ‌্যসাথী প্রকল্পে যাতে অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ অগ্রাধিকার পায় তারজন‌্য বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়া হবে। প্রতিটি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে স্বাস্থ‌্যসাথীর হেল্প ডেস্ক এবং সারপ্রাইজ ভিজিট (Surprise visit) হচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’’

Related Articles

Leave a Comment