Home সংবাদসিটি টকস শীতে তাপমাত্রা ১৪.১ ডিগ্রি, কলকাতার সবথেকে শীতলতম দিন

শীতে তাপমাত্রা ১৪.১ ডিগ্রি, কলকাতার সবথেকে শীতলতম দিন

by Web Desk
শীতে তাপমাত্রা ১৪.১ ডিগ্রি, কলকাতায় সবথেকে শীতলতম দিন

শীতের আমেজে ভরপুর তিলোত্তমা। এক ধাক্কায় তাপমাত্রা কমে হল ১৪.১ ডিগ্রি

এই মুহূর্তে শীতের আমেজে ভরপুর তিলোত্তমা। এক ধাক্কায় তাপমাত্রা কমে হল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার শহরে এই মুহূর্তে শীতলতম দিন। সকাল থেকে কুয়াশাও ছিল অনেক। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমেও যায়।

হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এক ধাক্কায় তিন ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

তাপমাত্রার পারদ ঘোরাফেরা করেছে ১৬ থেকে ১৭ ডিগ্রির আশপাশে

এই মরসুমে শীতের দেখা শুরুর দিকে মেলেনি ঠিকই, তবে তাপমাত্রার পারদ ঘোরাফেরা করেছে ১৬ থেকে ১৭ ডিগ্রির আশপাশে। ডিসেম্বরেও শীতের দেখা নেই বললেই চলে।

আজকের কনকনে ঠাণ্ডা এক প্রকার হাওয়া অফিসের দেওয়া আশ্বাসের কথা মাথায় রাখলেই মনে পরবে। তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি নামতে পারে দক্ষিণবঙ্গে। আপাতত পাঁচ দিন তাপমাত্রা কম থাকবে এমনটাই পূর্বাভাস আবহাওয়া সূত্রে। তবে হাড় কাঁপানো ঠান্ডার অনুভূতি মিলবে কি না, তা এখনও স্পষ্ট নয়। এ ছাড়া, সকালের দিকে কুয়াশা থাকবে সর্বত্র।

Related Articles

Leave a Comment