কলকাতা টুডে ব্যুরো: দুর্গাপূজায় নয়া নির্দেশিকা আদালতের। সিঁদুর খেলা , অঞ্জলী – আরতি সহ সমস্ত উপাচার করতে পারবে পূজা কমিটি গুলি। বড় প্যান্ডেলের ক্ষেত্রে একসঙ্গে ৪৫ জন এবং সর্বাধিক ৬০ জন আর ছোট প্যান্ডেলের ক্ষেত্রে একসঙ্গে ১০ জন এবং সর্বাধিক ১৫ জন উপাচার গুলিতে অংশগ্রহণ করতে পারবেন। নামের তালিকা আগে থেকে প্রস্তুত করতে হবে।সবার দুটি ডোজ থাকতে হবে, এবং সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।
নিয়ম মানা না হলে পুলিশ পূজার অনুমতি বাতিল করতে পারবে।বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেন, “আমি দেখেছি ইংল্যান্ডে টেস্ট ম্যাচ হচ্ছে। গোটা দেশেও পরিস্থিতি অনেকটা বদলে গিয়েছে। তাই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।”
হাইকোর্ট গত ১ অক্টোবর বলেছিল, পুজো ক্ষেত্রে ২০২০ সালের বিধিনিষেধই বহাল থাকবে।বলা হয়েছিল ছোট মণ্ডপের ক্ষেত্রে ১৫ জন থাকতে পারবেন সর্বোচ্চ। এরা সকলেই পুজোর সঙ্গে জড়িত ব্যক্তিই হবেন। সকাল আটটার মধ্যে নামের তালিকা দিতে হবে। অন্য দিকে বড় পুজোর ক্ষেত্রে বলা হয়েছিল, ৬০ জনের নামের তালিকা দিতে হবে আগেভাগে। তার মধ্যে ৪৫ জন সর্বোচ্চ মণ্ডপে এক সময়ে থাকতে পারবেন। ফলে এক কথায় সাধারণ মানুষের প্রবেশাধিকার তেমন একটা ছিল না মণ্ডপে।
Topics
Durga Puja Celebration High Court Administration Kolkata