Home ভিডিও ‘অভিষেক যদি ভাল কাজ করে সেটা আমরা নিশ্চয় নেব,’ ডায়মন্ডহারবার মডেল প্রসঙ্গে বললেন ফিরহাদ

‘অভিষেক যদি ভাল কাজ করে সেটা আমরা নিশ্চয় নেব,’ ডায়মন্ডহারবার মডেল প্রসঙ্গে বললেন ফিরহাদ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:আজকে শহরে কোভিড ১৭২৩ জন আক্রান্ত হয়েছে। যেটা প্রায় ৭ হাজরা অতিক্রম হয়েছিল। সেটা অনেক টা কমেছে। বললেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন,” আপাতত ‘প্রতিদিন’ সেফ হোম রোগীদের রাখা হবে। বাকি টা রোগীর সংখ্যা কমেছে।
৩৩ টা কন্টেনমেন্ট হয়েছে।
২০ তারিখে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অতীন ঘোষ বৈঠক করবেন।”

আরও পড়ুনঃ তিন দিনের জন্য গোয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

পাশাপাশি তিনি জানান ,”কিছু বহুতলে ৮ এবং ১০ নম্বর বোরো তে বেড়েছে আক্রান্ত হওয়ার সংখ্যা। কোথায় কোথায় সেন্টার হচ্ছে তার তালিকা দিয়ে দেওয়া হবে। যেকোন স্কুলে গিয়ে এবার থেকে covaxin সেন্টারে বাচ্চাদের পাশাপাশি বড়রা ভ্যাকসিন নিতে পারবেন।যারা এখনও ভ্যাকসিন নিতে পারেননি তাদের খোঁজ নেওয়া হচ্ছেবলে জানা মেয়র। ”

আরও পড়ুনঃ ফেব্রুয়ারির দু’সপ্তাহের মধ্যেই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে স্পিকারকে, নির্দেশ দিল শীর্ষ আদালত

তিনি বললেন,”এবার জোর দেওয়া হচ্ছে ১৫ থেকে ১৮ বয়েস উপরে ভ্যাকসিনেশনে।

আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় রাজ্যে কমলো করোনা আক্রান্তের সংখ্যা, সঙ্গে কমল পরীক্ষার সংখ্যাও

পরিচয় পত্র নিয়ে যে কোন সেন্টার থেকে বাচ্চারা ভ্যাকসিন নিতে পারবে।যারা বাড়ি থেকে ভ্যাকসিন নিতে বেরোতে পারছে না তাদের বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেওয়া হবে।”
তিনি বলেন,” ১৪৪ টি স্বাস্থ্য কেন্দ্র থেকে ১৪০০ স্কোয়ারে ফিট জায়গায় সেটলাইট সেন্টার করা হবে।বড় ওয়ার্ড গুলিতে করা হবে”। ডক্টর না পাওয়ার কারণে এই সিদ্ধান্ত বলে জানালেন ফিরহাদ হাকিম।

আরও পড়ুনঃ বেসুরোদের নিয়েই একসুরে করতে হবে,’ বিক্ষুব্ধ প্রসঙ্গে নরম সুরে দিলীপ

করোনার পজিটিভিটি রেট প্রসঙ্গে মেয়র বলেন,” কলকাতায় পজিটিভিটি রেট বেশি থাকবে কারণ শহর অঞ্চলে বেশি থাকে। ডেনসিটি অফ পপুলেশন যেখানে বেশি সেখানে আক্রান্তের সংখ্যা বেশি থাকবে।”

আরও পড়ুনঃ ‘গত ২৪ ঘণ্টায় রাজ্যে কমলো করোনা আক্রান্তের সংখ্যা, সঙ্গে কমল পরীক্ষার সংখ্যাও

Covaxin সেন্টার প্রসঙ্গে তিনি বললেন ,”Covaxin সেন্টার ২৫ থেকে বেড়ে ৩৭ টা করা হল।”

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল মেয়রকে তিনি বলেন ,”অভিষেকের কাজ কে সাধুবাদ জানাচ্ছি। অভিষেক আমাদের যুব নেতা। সে যদি ভাল কাজ করে সেটা আমরা নিশ্চয় নেব।যেকোন মডেল তো আমরা নিতে পারি। কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরা সবাই মিলে তার আদেশে কাজ করছি।

Topics

Firhad Hakim Covid19 Vaccine Health Kolkata

Related Articles

Leave a Comment