নিজস্ব প্রতিনিধিঃ ৩ উইকেটে ১০৩ রান থেকে ৮ উইকেটে ১৪২ রান। মাত্র ৩৯ রানে ৬ উইকেট হারিয়ে মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় অসমের বিরুদ্ধে জেতা ম্যাচ মাঠে ফেলে এল বাংলা।
জয়ের হ্যাটট্রিক করে ছন্দেই ছিল বঙ্গব্রিগেড। তবে শনিবার ইডেন গার্ডেন্সে কিছুটা কমজোরি অসমের কাছে হেরে নিজেদের কাজটা বেশ কঠিন করে ফেললেন অনুষ্টুপ মজুমদাররা। ব্যাটিং ব্যর্থতার জন্য ১৩ রানে হার। যদিও লিগ টেবলের দ্বিতীয় স্থানে রয়েছেন মনোজ, ঈশানরা। কিন্তু স্বস্তি নেই। নক-আউটে যেতে হলে আগামী ১৮ জানুয়ারি তামিলনাড়ুর বিরুদ্ধে জিততেই হবে। কারণ, প্রতি গ্রুপ থেকে নক-আউটে খেলার ছাড়পত্র পাবে মাত্র দুটো দল। যদিও অধিনায়ক বলছেন, ‘একটা দিন খারাপ গিয়েছে। সব বিভাগেই আমরা ব্যর্থ হয়েছি। তবে তামিলনাড়ুর বিরুদ্ধে আমরা ঠিক ফিরে আসব।’
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক অনুষ্টুপ। ঈশান পোড়েল ৩৪ রানে ২ উইকেট নিলেও বাকিরা দাগ কাটতে ব্যর্থ। সেই সুযোগে বিস্ফোরক ইনিংস খেললেন বিপক্ষের অধিনায়ক ও আইপিএলের উদীয়মান তারকা রিয়ান পরাগ। ৫৪ বলে ৭৭ রানে অপরাজিত থাকলেন রাজস্থান রয়্যালসের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ৫টা বাউন্ডারি ও ৫টা ওভার বাউন্ডারি দিয়ে তাঁর ইনিংস সাজানো ছিল। ৫ উইকেটে ১৫৭ রান তোলে অসম।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেন দুই ওপেনার শ্রীবৎস গোস্বামী ও বিবেক সিং। দ্রুত ৩৭ রান যোগ করেন তাঁরা। শ্রীবৎস ১৬ রানে ফিরে যাওয়ার পর বিবেক (২১) দ্রুত সাজঘরে ফেরেন। যদিও তৃতীয় উইকেটে ৬৪ রান তুলে বিপক্ষের উপর চাপ বাড়াতে থাকেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মনোজ ও অনুষ্টুপ। কিন্তু মনোজ ৩৩ রানে ফিরতেই মিডল অর্ডারে ধস নামল। ৩ উইকেটে ১০৩ রান থেকে মুহূর্তের মধ্যে স্কোরবোর্ডে দেখা গেল ১৪২ রানে ৮ উইকেট! মাত্র ৩৯ রানে ৬ উইকেট খোয়ানোর জন্যই ১৩ রানে হারল বাংলা।