Home খেলাধুলাক্রিকেট আইপিএলকে গুরুত্ব, পিছিয়ে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

আইপিএলকে গুরুত্ব, পিছিয়ে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

by Kolkata Today

লন্ডন, ২৫ জানুয়ারি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সম্ভবত পিছিয়ে যাচ্ছে। প্রথমে ঠিক ছিল লর্ডসে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনাল হবে ১০ থেকে ১৪ জুন। কিন্তু সংবাদ সংস্থার খবর, ফাইনাল ম্যাচ হবে ১৮ থেকে ২২ জুন। পরের দিন, অর্থাৎ ২৩ জুন রিজার্ভ-ডে হিসেবে রাখা হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ২০২১ সালের আইপিএল ফাইনালের মধ্যে যাতে সঙ্ঘাত না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে এখন ক্রিকেটারদের কোয়ারেন্টিনের মেয়াদের ব্যাপারটা মাথায় রাখছে আইসিসি। মে মাসের শেষে আইপিএল ফাইনাল হয়। তারপর টেস্টের বিশ্বচ্যাম্পিয়নশিপ ফাইনালের মধ্যে পর্যাপ্ত ব্যবধান থাকলে সবার স্বার্থ সুরক্ষিত থাকবে।

তবে আইসিসি-র এই সিদ্ধান্ত থেকে পরিষ্কার, আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে আইপিএল তার জায়গা পাকা করে নিয়েছে। এখনও ২০২১ আইপিএলের দিন ঘোষণা না হলেও আইসিসি আগে থেকেই বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের জন্য নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল। পাশাপাশি আইসিসি চাইছে, তাদের স্বপ্নের প্রজেক্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও যেন গুরুত্ব পায়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন শীর্ষে রয়েছে ভারত। তাদের জয়ের শতকরা হার ৭১.৭। এরপর রয়েছে নিউজিল্যান্ড (৭০ শতাংশ), অস্ট্রেলিয়া (৬৯.২), ইংল্যান্ড (৬৮.৭ শতাংশ)। করোনার জন্য একাধিক সিরিজ বাতিল হওয়ায় আইসিসি ঠিক করেছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে জয়ের শতকরা হার ববহার করা হবে।

টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের অঙ্গ হিসেবে ভারত আর একটি সিরিজ খেলবে। সেটি আগামী মাসে ইংল্যান্ডের বিরূদ্ধে। অন্যদিকে অস্ট্রেলিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ফাইনালে উঠতে হলে টিম পেইনের দলকে জিততেই হবে।

Related Articles

Leave a Comment