Home ভিডিও আগামী ১ মার্চ থেকে সম্পত্তি করের একটাই বিল,জানালেন মেয়র

আগামী ১ মার্চ থেকে সম্পত্তি করের একটাই বিল,জানালেন মেয়র

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:একবার করের টাকা দেওয়ার পরও কেন আবার সম্পত্তি করের বিল এল তা নিয়ে প্রশ্নের উদ্রেক হোত। স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম এই বিভ্রান্তির শিকার হন। এরপরই শনিবার সিদ্ধান্ত হয় সম্পত্তি করের বিলে সরলীকরণ করা হবে। বিল বিভিন্ন ভাগে নয়, একবারই একটি বিল তৈরি করে নাগরিকদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। মূলত সাপ্লিমেন্টারি আউটস্ট্যান্ডিং বিল, লেটার অফ ইনডেন্ট, পিরিওটিক ডিমান্ডস এই তিন ভাগে বিল পাঠানো হোত নাগরিকদের বাড়িতে।

ফিরহাদ হাকিম বলেন, “সাধারণ মানুষ তো বুঝতেই পারেন না এত ভাগে বিল কেন? আমি নিজেও বুঝতে পারতাম না। আমাকে একদিন বলা হল, আমার এক কর বাকি। আমি টাকা দিই। এরপর শূন্য ট্যাক্স দেখাচ্ছিল। কিন্তু কিছুদিন পর আবার দেখি কর বাকি রয়েছে। কলকাতার মেয়র হয়ে আমি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে রোজ রোজ কীভাবে আলাদা আলাদা ট্যাক্সের বিল আসতে পারে। এরপর আমি কমিশনারকে বললাম। নতুন সিস্টেমে একটাই বিল হবে। তাতে সমস্ত কিছু থাকবে। এতে মানুষ কনফিউজ হবে না।”

Topics

Firhad Hakim BJP TMC Administration Kolkata

Related Articles