Home ভিডিও ‘আগে কোনো দিন দেখিনি এই ধরনের রাজ্যপাল,’তোপ ফিরহাদ হাকিমের

‘আগে কোনো দিন দেখিনি এই ধরনের রাজ্যপাল,’তোপ ফিরহাদ হাকিমের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: এই সরকার কখনো সাধারণ মানুষের সরকার নয়। এই সরকার তেল কোম্পানি দের ফায়দা পৌঁছনোর জন্য তেলের দাম বাড়িয়েছে। এই সরকার রেল কে বিক্রি করে বেসরকারিকরণ করে দিচ্ছে। যখন রাজ্য সরকার মানুষের পাশে। আর একটা কেন্দ্র সরকার শুধু বেসরকারি কারণ করছে। মানুষ তাদের কে জবাব দেবেন।

আরও পড়ুনঃ ৫০ শতাংশ আসন নিয়ে চালু হতে পারে বিউটি পার্লার, সাঁলো

রাজ্যপাল শুভেন্দু অধিকারী নির্ভর না, শুভেন্দু অধিকারী নির্ভর রাজ্যপাল। আগে তো নরেন্দ্র মোদী আর অমিত শাহ নির্ভর ছিল। এত তলব এত ট্যুইট আগে কোনো দিন দেখিনি এই ধরনের রাজ্যপাল।

আরও পড়ুনঃ ‘কোভিড পরিস্থীতিতে নির্বাচন বন্ধ রাখা উচিত, এটা আমার ব্যক্তিগত মত,’বললেন অভিষেক

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেন,” স্বাস্থ্য ভবনের তরফেই আমাদের টিকা দেওয়া হয় আর সেই নিউ মিনি টিকাকরণ হচ্ছে। আমরা কলকাতার বিভিন্ন জায়গায় রোজ স্যানিটাইজেশন করছি। যেখানে করোনি আক্রান্ত হচ্ছে, সেখানেই করা হচ্ছে। কিছু স্টাফ আক্রান্ত হয়ে পড়েছেন। ফলে লোক বলে চাপ পড়ছে ।আশা করছি সামনের সপ্তাহে পরিস্থিতির উন্নতি ঘটবে।”

Topics

Firhad Hakim Covid19 Vaccine Health Kolkata

Related Articles

Leave a Comment