নিজস্ব প্রতিনিধিঃ টালিগঞ্জের একঝাঁক তারকা বুধবার বিজেপিতে যোগ দিতে পারেন। যাঁদের মধ্যে অন্যতম অভিনেতা যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী সৌমিলি বিশ্বাস।
বর্তমান সময়ে টালিগঞ্জের অন্যতম হিরো যশ দাশগুপ্ত অনেকদিন ধরেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলে খবর। গত ৪ঠা ফেব্রুয়ারি রাজ্য বিজেপি সহসভাপতি মুকুল রায়ের সল্টলেকের ফ্ল্যাটে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে আসেন যশ।
অন্যদিকে, আর এক টলিউড হিরো হিরণ চট্টোপাধ্যায় তৃণমূলের যুবনেতা ছিলেন। কিন্তু এখন হিরণের সঙ্গে তৃণমূলের সম্পর্ক তলানিতে। সম্প্রতি খোলাখুলি নিজের অসন্তোষ প্রকাশ করেছেন সংবাদমাধ্যমের সামনে।
ইতিমধ্যেই ছোট পর্দার অনেকেই বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু বাংলার বড় পর্দা এখনও সেভাবে ছুঁতে পারেনি বিজেপি। এবার সেটাই করে দেখাতে চাইছেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়রা। শুধু যশ বা হিরণ নন, তাঁদের সঙ্গে বিজেপিতে যোগ দিতে পারেন টলি পাড়ার বেশ কিছু নতুন-পুরনো মুখ।