Home খেলাধুলাক্রিকেট সৌরভকে দেখতে এলেন প্রাক্তন বোর্ড প্রধান অনুরাগ ঠাকুর, আসছেন সচিব জয় শাহ

সৌরভকে দেখতে এলেন প্রাক্তন বোর্ড প্রধান অনুরাগ ঠাকুর, আসছেন সচিব জয় শাহ

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে হাসপাতালে ভিভিআইপিদের ঢল নেমেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনখড় শনিবারই হাসপাতালে গিয়ে সৌরভকে দেখে আসেন। গত দুদিন ধরে এসেছেন তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রীরা।

রবিবার হৃদ্‌রোগে আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফোন করে স্বাস্থ্যের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ফোন করে সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন মোদী। তাঁর কাছে সৌরভের দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি সব রকম ভাবে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পরে সৌরভের সঙ্গেও কথা বলেন তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষনেতা অমিত শাহ শনিবারই সৌরভের ব্যাপারে একাধিকবার খোঁজখবর নেন। অমিত-পুত্র জয় শাহ বিসিসিআই প্রেসিডেন্ট। তিনিও শনিবার থেকে বারবার সৌরভের পরিবারের সদস্যেদের সঙ্গে কথা বলেছেন। বিসিসিআই সচিব জয় আজ সোমবার, সৌরভকে দেখতেও আসতে পারেন। তবে তাঁর আসার আগেই সোমবার সকালেই কলকাতায় চলে এলেন বিসিসিআই-এর প্রাক্তন প্রেসিডেন্ট তথা বিজেপির আর একশীর্ষস্থানীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এখন আর সরাসরি বোর্ড প্রশাসনে না থাকলেও অনুরাগের সঙ্গে খুব ভাল সম্পর্ক সৌরভের। মহারাজের বোর্ড প্রেসিডেন্ট হওয়ার নেপথ্যে অনুরাগের অন্যতম ভূমিকাও ছিল।

এদিকে হৃদ্‌রোগে আক্রান্ত সৌরভকে দেখার জন্য উড়িয়ে আনা হচ্ছে বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠিকে। মঙ্গলবার সকালে বেঙ্গালুরু থেকে চার্টার্ড ফ্লাইটে তাঁর টিম নিয়ে কলকাতায় আসছেন এই হৃদরোগ বিশেষজ্ঞ।

Related Articles

Leave a Comment